স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৩ তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষ্যে কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে গত ১২ আগস্ট ২০১৮ রবিবার বিকেল ৪টায় কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব নারায়ন চন্দ্র চন্দ এমপি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এবং কৃষি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মতিয়া চৌধুরী এমপি অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। সিনিয়র সচিব, কৃষি মন্ত্রণালয় জনাব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। ডিএই’র মহাপরিচালক কৃষিবিদ মোহাম্মদ মহসীন স্বাগত বক্তব্য রাখেন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেন জনাব সৈয়দ আহম্মদ, অতিরিক্ত সচিব, কৃষি মন্ত্রণালয়।
অনুষ্ঠানে মাননীয় অতিথিবৃন্দ বঙ্গবন্ধুর সংগ্রামী রাজনৈতিক জীবন, রাষ্ট্রপরিচালনায় উল্লেখযোগ্য পদক্ষেপ, কৃষিতে গৃহীত উন্নয়ন পদক্ষেপ এবং বর্তমান সরকারের সাফল্য এসব বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। অনুষ্ঠানের শুরুতে ১৫ আগস্ট এ জাতির পিতাসহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।